বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক পরিবতন - জানুন




বদলাবে বই, কমবে পরীক্ষা। 

✅ সাপ্তাহিক ছুটি ২ দিন 

✅ ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নে
✅ ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই

✅ এসএসসি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ 

✅ সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে 

✅ হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি :

 - বাংলা,
 - ইংরেজি,
 - গণিত,
 - জীবন ও জীবিকা,
 - বিজ্ঞান,
 - সামাজিক বিজ্ঞান,
 - ডিজিটাল প্রযুক্তি,
 - ধর্মশিক্ষা,
 - ভালো থাকা,
 - শিল্প ও সংস্কৃতি।
.

❤❤❤❤
.

২০২৬ এর ইন্টারমিডিয়েট,
২০২৪ এর ক্লাস নাইন,
২০২৩ এর ক্লাস এইট ও
২০২২ এ নিচের অন্যান্য ক্লাসগুলো নতুন বই পাবে,, 

✅ ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। 

ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম 

সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের 

তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট

Post a Comment

Previous Post Next Post