google.com, pub-1276776142954344, DIRECT, f08c47fec0942fa0 Ahrefs লাইফটাইম ডিল লাগবে নাকি SEMrush ? Ahrefs লাইফটাইম ডিল লাগবে নাকি SEMrush ?

Ahrefs লাইফটাইম ডিল লাগবে নাকি SEMrush ?

হ্যাঁ, এমন একটা অপশন আছে, যেটার মাধ্যমে আমি চাইলেই যেকোনো টুলের লাইফটাইম ডিল চাইতে পারেন।

সুযোগটা করে দিয়েছে Appsumo. মজার না ব্যাপারটা?

যেমন, আপনার যদি এরেফস লাগে কিংবা সেমরাশ, আপনি সেটার লাইফটাইম ডিল চাইতে পারেন অ্যাপসুমোর কাছে। আর যদি বেশিসংখ্যক মানুষ সেটা চায়, তাহলে অ্যাপসুমো টিম ঐ টুলের মালিকপক্ষের সাথে কথা বলে চেষ্টা করে সেই টুলটার লাইফটাইম ডিল নিয়ে আসার জন্য।

তো এরকম একটা আবেদন কোথায় করবেন?
এই যে, এই লিংকে যান: https://dealrequest.paperform.co/

গিয়ে জাস্ট তিনটা তথ্য দিতে হবে:

১। প্রোডাক্টটার নাম (যেমন ahrefs)
২। প্রোডাক্টটার ইউআরএল (যেমন https://ahrefs.com/)
৩। প্রোডাক্টটার কাজ/ফাংশনালিটি (যেমন SEO tools)

এই তিনটা তথ্য লিখে সাবমিট করে দেবেন। হয়তো ভবিষ্যতে কোনো একদিন পেয়েও যেতে পারেন। অ্যাপসুমোতে এমন এমন টুল আমি দেখেছি, যেগুলোর লাইফটাইম ডিল আসবে কখনও কল্পনাও করিনি। কিন্তু অ্যাপসুমো নিয়ে আসতে পেরেছে। সুতরাং এরেফসের লাইফটাইম আসবেই না তা নিশ্চিত করে কিন্তু বলা যায় না। আসতেও পারে। চেষ্টা করতে দোষ কোথায়?

অল দ্য বেস্ট।

Post a Comment

Previous Post Next Post