ছবি বিক্রি করে আয় করুন, ক্যারিয়ার গড়ুন অনলাইনে ফটোগ্রাফার হিসেবে-বিস্তারিত জানুন

ছবি বিক্রি করে অনলাইন থেকে আয়। কথাটি নতুনদের কাছে অনেক কৌতূহল এর সৃষ্টি করে। অনলাইন থেকে যদি আপনি আয় করতে চান তাহলে হাজার রকম এর ইনকামের উপায় পাবেন। তার মধ্যে ছবি বিক্রি করে অনলাইন থেকে আয় করা অনেক মজাদার একটি পেশা। ছবি তোলা হয় যদি আপনার পেশা কিংবা শখ আপনি পারবেন আপনার ক্যামেরা বন্ধি করা ছবি অনলাইন এ বিক্রি করতে এবং ঘরে বসে আয় করতে।হ্যা বন্ধুরা আজ আমরা ফ্রিল্যান্সিং ২৪ থেকে জানবো আপনি কিভাবে ছবি তোলা আপনার শখ থেকে পেশায় রূপান্তরিত করে ঘরে বসে আয় করবেন। চলুন তাহলে আর দেরি না করে এখনি সুরু করি।

ইন্টারনেটে ছবি কেনা বেচার হাজারো সাইট রয়েছে। যেখানে আপনি আপনার নিজের তোলা ছবি আপলোড করতে পারেন। যখন কেউ আপনার তোলা ছবি মার্কেটপ্লেস থেকে কিনবে তখন আপনি আপনার ন্যায্য মুল্য পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই কাজে একেবার নতুন হয়ে থাকেন তাহলে আপনি আগে বিষয় গুলো ভালো ভাবে যেনে নিন। অথবা ছবি তোলা এডিটিং বা ফটোগ্রাফি এর উপর ছোট একটি ট্রেনিং নিয়ে নিন। তাহলে ব্যাপারটা একটু প্রফেশনাল আকার ধারন করবে। আপনিও জোর গলায় বলতে পারবেন আপনি একজন ফটোগ্রাফার।বর্তমানে ফটগ্রাফার দের কত টা মুল্য তা এই পোস্ট টি শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবেন। তাছাড়া আপনি যদি ফটোগ্রাফিটা রপ্ত করে নিয়েছেন। কিংবা আপনি খুব ভালো ছবি তুলতে পারেন। যদি এমন হয়ে থাকে আপনার তোলা ছবি অনেকেই পছন্দ করে । তাহলে আর দেরি না করে কাজে লেগে পড়ুন। ডি এস এল আর হাতে রাস্তায় নেমে পড়ুন আর নিজের পেশা হিসেবে ফটোগ্রাফি বেছে নিন দেখবেন আপনি আপনার জীবনের লক্ষে পৌছাতে পারবেন।

তো আশা করি বুঝতেই পেরেছেন আজ কি নিয়ে কথা হবে। আপনি যদি ছবি বিক্রি করে আয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথম দিকে কিছু টাকা ইনভেস্ট কর একটি ক্যামেরা এবং লেন্স কিনে নিতে হবে সাথে ভালো মানের একটি ল্যাপটপ বা পিসি থাকলেই যথেষ্ট। এগুলো হয়ে গেলে এবার আপনাকে তুলতে হবে সেই সকল ছবি যেগুলো বিক্রয় করে আপনি মোটা অংকের টাকা আয় করতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এমন কয়েক টি মার্কেটপ্লেস যেখানে আপনি ছবি জমা দিবেন।

১) 500PX PRIME
এই সাইট এ বিশ্বের ৫ মিলিয়ন ফটগ্রাফার তাদের ছবি সাবমিট করে থাকে। আপনি প্রতিটি ছবির লাইসেন্স বিক্রি (স্ট্যান্ডার্ড লাইসেন্স $ 250) জন্য ৭০% পর্যন্ত পাবেন। আপনার সাবমিট করা ছবি টি তাদের বিজ্ঞাপন প্রচারাভিজানে অংশ নিতে পারে যদি আপনি বাণিজ্যিক লাইসেন্স জমা দেন।
প্রথমে এই সাইট থেকে একটি ফ্রি একাউন্ট করুন। এর পর আপনার তোলা ছবি সাবমিট করুন। আপনার ক্যাটালগ বাড়িয়ে তুলুন এবং প্রতিটি চিত্রের জন্য প্রয়োজনীয়  ফর্ম পুরন করুন। এই সাইট এ ছবি জমা দেওয়ার পর আপনি আর অন্য কারোর কাছে ছবিটির লাইসেন্স বিক্রি করতে পারবেন না। প্রথমত আপনি এই সাইট এ ছবির দাম একটু কম পাবেন কিন্তু সেল বাড়ার সাথে সাথে আপনার ছবির দাম বাড়তে থাকবে।

২) SMUGMUG PRO
এই সাইট আপনার প্রত্যেক টি ছবির জন্য ৮৫% কমিশন দিবে। কিন্তু এই সাইট এ কাজ করার জন্য আপনাকে প্রথমত ১২ ডলার দিয়ে সাইনআপ করতে হবে। নতুনদের জন্য এই সাইট টি না কারন। এখানে আপনাকে প্রতিমাসে ১২ ডলার সাইট কে দিতে হবে। কিন্তু এখানে কাজ করলে আপনার ছবি গুলোর সেল বেশি পাবেন।

৩) SHUTTERSTOCK
এই সাইট থেকে আপনার সাবমিট করা একটা ছবি ডাউনলোড এর জন্য ১২০ ডলার পর্যন্ত পেতে পারেন। এই সাইট টি নতুন দের জন্য সব থেকে ভালো। এই সাইট এ একাউন্ট করা একটু জঠিল কিন্তু আপনি যদি একবার এই সাইট এ একাউন্ট করতে পারেন এবং ভালো মানের ছবি আপলোড করতে পারেন । তাহলে আপনি সারাজিবন ভালো পরিমানের অর্থ আয় করতে পারবেন।
এই সাইট এর মাধ্যমে প্রতি বছর ৫০০ মিলিয়ন এর বেশি ছবি ডাউনলোড এর মাধ্যমে ফটোগ্রাফারদের আয় হচ্ছে ৩০০ মিলিয়ন এর বেশি মার্কিন ডলার। এছাড়া এই সাইট এ আপনি ভিবিন্ন ধরনের ভিডিও ফুটেজ ও সাবমিট করে আয় করতে পারবেন। এই সাইট এ আপনি আপনার প্রথম আপলোড করা ছবি থেকে একটি মাত্র ডাউনলোড এর জন্য ৪ সেন্ট -২০০ মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

৪) ISTOCKPHOTO
এই সাইট টি ২০০১ সাল থেকে অনলাইনে স্টক ছবি বিক্রি করে আসছে। এটিক একটি পুরাতন এবং জনপ্রিয় সাইট আপনি চাইলে এই সাইট থেকে আপনার ক্যারিয়ার সুরু করতে পারবেন। একদম নতুনদের জন্য এই সাইট সব থেকে ভালো। কারন এই সাইট টি নতুন ফটোগ্রাফারদের এক্সট্রা বেনিফিট দিয়ে থাকে। সুতরাং আপনি চাইলে এখান থেকে খুব সহজেই আপনার ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
এই সাইট এ একাউন্ট খুলতে হলে প্রথমে আপনাকে ফ্রিতে একটি একাউন্ট করে নিতে হবে । তারপর তারা আপনার যোগ্যতা যাচায় করার জন্য ছোট একটি কুইজ এ অংশ  গ্রহন করতে বলবে। এবং আপনি যদি সঠিক ভাবে কুইজ টিতে অংশ নিতে পারেন তাহলে। আপনাকে তারা আপনার কাজের কিছু ছবি বা ভিডিও চাইবে এগুলো দিলে খুব সহজেই আপনার একাউন্ট টি হয়ে যাবে।
এই সাইটে আপনি একটি ফটো সাবমিট এর মাধ্যমে সর্বনিম্ন ১৫% কমিশন পাবেন। এছাড়া তাদের এক্সট্রা ফিচার এর মাধ্যমে আপনার বিক্রয় করা ছবি থেকে ৪৫% কমিশন পাবেন।

৫) ETSY
এই সাইট এ আপনি বিভিন্ন ধরনের বিবাহের ছবি, বিভিন্ন অনুষ্ঠানের ছবি, এবং বিভিন্ন থিমযুক্ত ছবি বিক্রি করে ভালো পরিমানের আয় করতে পারবেন।
এই সাইট টি আপনার প্রতিটি ছবি বিক্রয় এর জন্য ২০ সেন্ট এবং ৩% কমিশন নিয়ে থাকে। ফলে আপনি বিনা খরজে সব থেকে ভালো পরিমানের বেনিফিট পাবেন।

তো বন্ধুরা উপরে আপনারা যে ৫ টি সাইট সম্পর্কে জানলেন এই সাইট গুলো বর্তমানে ফটোগ্রাফার দের সব থেকে প্রিয় সাইট। আপনি চাইলে এই সাইট গুলো ছাড়াও অন্য সাইট এ আপনার তোলা ছবি বিক্রয় করতে পারবেন। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে। আপনার ছবিটি অবশ্যই সুন্দর হতে হবে। এবং আপনার ছবি তোলার দক্ষতা অনেক ভালো হতে হবে। খালি হাতে এই সাইট গুলোতে গেলে আপনাকে খালি হাতেই ফিরতে হবে । অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে না হলে কোন জায়গায় আপনি সফলতা অর্জন করতে পারবেন না। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে সেয়ার করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
©
ব্রি:দ্রি: যদি পোস্টটি বেশি রেসপন্স পাওয়া যায় তাহলে আমি পরবর্তী পোস্টে ফটোগ্রাফির জন্য বেস্ট কোয়ালিটি ক্যামেরা লেন্স এবং ইত্যাদি এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব।


কেমন লাগল কমেন্ট করুন

Post a Comment

Previous Post Next Post