ফেসবুক আপনার ফোনে করা সকল কাজ দেখছে - নিজের গোপনীয়তা রাখতে আজই ফাংশনটি অফ করুন। - বিস্তারিত জানুন


Facebook এর নতুন ফিচার আপনার মোবাইলের সকল কার্যাবলি রেকর্ড হচ্ছে ফেসবুকে।

ফেসবুকের off-facebook activity বাটনটি টার্ন অফ করে রাখেন

ফেসবুকে লগ ইন না থাকার পরও ফেসবুক আপনার এ্যাক্টিভিটি সংরক্ষণ করে রাখে। ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেসবুক এই নতুন ফিচারটি চালু করেছে। যার নাম হলোঃ Off-Facebook Activity
আপনি অবাক হবেন  আপনার ফোনে করা সকল কাজই ফেসবুকের কাছে জমা হচ্ছে। 
আপনি আপনার ফেসবুকের সেটিং এ যান। দেখতে পাবেন-Your Facebook Information। এখানে ক্লিক করলে দেখবেন-Off-Facebook Activity। এখানে ক্লিক করলেই পাবেন- Manage Your Off-Facebook Activity. এটাতে ক্লিক করলেই ফেসবুকের বাইরে আপনি কি কি করেছেন আপনার সমস্ত এ্যাক্টিভিটির লিস্ট চলে আসবে। ব্যাংকিং থেকে শুরু করে সবকিছু।

এখন, আপনি যদি মনে করেন- ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার খাতিরে ফেসবুকের এতোসব কিছু জানার দরকার নাই। তাহলে আপনি Manage Future Activity-তে গিয়ে এটি অফ করে রাখতে পারেন।

নিচে আবার দিয়ে দিলাম কিভাবে করবেন-
Settings and privacy >Settings >Your Facebook info >off Facebook Activity >more options>manage future activity>Future off-facebook activity>turn off

Post a Comment

Previous Post Next Post