আমাদের দৈনন্দিন জীবনে গুগল ড্রাইেভর অনেক গুরুত্ব । গুগল ড্রাইভ এর মাধ্যমে আমরা আমাদের অনেক প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখতে পারি। কিন্তু গুগল আমাদের শুধুমাত্র 15 জিবি ফ্রি জায়গা দিয়ে থাকে। যা আমাদের জন্য পর্যাপ্ত নয়। তাই আজকে আমি আপনাদের জন্য শেয়ার করবো একটা টিপস্ যার মাধ্যমে আপনি আনলিমিটেড গুগল ড্রাইভ এর জায়গা নিতে পারবেন।
চলুন শুরু করা যাক
* প্রথমে আপনি এই লিংক এ ক্লিক করবেন
( একটু ওয়েট করেন এরকম একটা ইন্টারফেস আসবে)
তারপরে Good Luck (Specificed Domain) এখানে ক্লিক করুন
তারপর চিত্রের মত করে চয়েজ করুন
এখন হলো আসল জিনিস তাই মনোযোগ দিয়ে পড়ুন 😴
*Shared Drive Name এই জায়গাতে আপনার পছন্দ মত নাম দেন।
*তারপর নিচের ফাকা জায়গাতে আপনার ইমেইল দেন যেই ইমেইল এর ড্রাইভের জায়গা আনলিমিটেড করতে চান।
ব্যস কাজ শেষ
এখন চেক করুন আপনার ইমেইল এর ড্রাইভ। কি পাবেন?? চলুন আমি একটু সাহায্য করি 🙄
নিজেদের ড্রাইভে দেখুন
Share drives অপশনে দেখতে পাবেন যেই নামে দিয়েছেন উপরে সেই এমন ড্রাইভ পাবেন।
ব্যস, কাজ শেষ।
এখন থেকে ইচ্ছামত তথ্য, ফাইল সংগ্রহ করে রাখতে পারবেন।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন অথবা এখানে আমাকে পাবেন - ঘুরে আসুন
শেয়ার করুন এবং মতামত জানান
Follow me and Know about More tricks
ফলো করুন এবং শিখুন আরও- Twitter
দেখে আসুন - www.jamilhossainrifat.xyz
Post a Comment