এফিলিয়েট মার্কেটিং কি ?🔰 এফিলিয়েট মাকেটিং কেন করবেন?? বিস্তারিত জানুন

✅সবার আগে জানি এফিলিয়েট মার্কেটিং কী?

✅সহজ কথায় যদি বলি এফিলিয়েট মার্কেটিং হলো কমিশনের খেলা, যেমন আপনি ভালো বলতে পারেন, আপনি কোন বড় কোম্পানির জিনিষটা মানুষের কাছে বলে বলে বিক্রি করালেন যার ফলে ঐ বড় কোম্পানি আপনাকে একটি কমিশন দিলো। এই সিস্টেম ডিজিটাল ভাবে যদি চিন্তা করেন তাহলে আপনি আপনার একটি চ্যানেল বা ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়ায়   কোন লেখা লিখলেন, তারপর লেখার সাথে বলে দিলেন যে এই শপ থেকে এই প্রোডাক্টটি কিনেন, তাহলে মানুষ যখন আপনার রিভিউ পড়বে এবং তখনই আপনার লাভ।অনেকগুলো সাইটের এফিলিয়েট করা যায়।
 জনপ্রিয় হলো এমাজন,ব্লু হোস্ট ইত্যাদি সাইটগুলো।
বাংলাদেশি অনেক ওয়েভসাইট এর এফিলিয়েট মার্কেটিং ও করা যায় এখন,আমি নিজেও করি।

✅চলুন নোট করি এবং জানি এফিলিয়েট মার্কেটিং করতে হলে কী কী লাগবে।

✅১. নিশ-

আপনাকে আগে যে-কোন একটা বিষয় সিলেক্ট করতে হবে,যেটি নিয়ে আপনি কাজ করতে আগ্রহী। সেই টপিক বা বিষয় টি হলো নিশ।হতে পারে টেকনোলজি, স্বাস্থ্য, স্পোর্টস যেকোন বিষয়। 

✅২. কিওায়ার্ড

ধরে নিলাম আপনি নিশ পছন্দ করেই ফেললেন, এখন তো আপনাকে কিওয়ার্ড পছন্দ করতেই হবে! কারণ কিওয়ার্ড পছন্দ না করলে কীভাবে আর্টিকেল লিখবেন? উদাহরনঃ যদি আপনার নিশ হয় Make money Online তাহলে কিওয়ার্ড হতে পারে How to make Money Online.   এখন এই গুলোই আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আপনাকে অনেক চিন্তা করে রিসোর্স করতে হবে। কারণ কিওয়ার্ড রিসার্চ করার  মাধ্যমেই আপনি বুজতে পারবেন কতটা ভালো  ফলাফল আপনি পাবেন। 

✅৩. ডোমেইন হোস্টিং

আপনি যদি নিশ কিওয়ার্ড ঠিক করেই ফেলেন তাহলে তো আপনার একটি ওয়েবসাইট দরকার হবে তাই না? তাই আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং নিতেই হবে।

✅৪. ওয়েব সাইট তৈরি
ডোমেইন হোস্টিং  কেনা শেষে আপনাকে একটা  প্লাটফম তৈরি করতে হবে যেখানে মানুষ  আসবে এবং  দেখবে আপনার কাজ বা লেখা। 
চাইলেন আপনি এখন সহজেই ওয়েবসাইট  বানাতে পারবেন। 
ওয়েবসাইট  নিয়ে আমার দেখা বেস্ট  কোসটি - সহজে ওয়েবসাইট বানান 

✅৫. কনটেন্ট বা আর্টিকেল রাইটিং

 উপরের সব ঠিক ভাবে করলে আপনাকে আপনার কিওায়ার্ড দিয়ে অব্যশই আর্টিকেল লেখা লাগবে কারণ এটাই আসল খেলা।



✅৬. সার্চ ইঞ্জিন অপটাইমেজশন (SEO)

SEO হলো সার্চ ইঞ্জিন অপটাইমজেশন। আপনি ওয়েবসাইট সফল ভাবে তৈরি করে ফেললেন! এখন যদি আপনার ওয়েবসাইট গুগলে না যায় কিংবা আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর না আসে তাহলে ইনকাম কীভাবে হবে? SEO হলো খুব দরকারি একটা  জিনিস যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট  কে গুগল রেঙ্কিং এ আনতে পারবেন 
চলুন SEO কোথায় সহজে শিখতে পারব দেখে আসি - SEO 

☑সব কাজ গুলো আপনি নিজেও করতে পারেন অথবা অন্য কাউকে হায়ার করেও নিতে পারেন।আজকাল অল্প খরচেই মোটামুটি ভালো মানের ওয়েবসাইট বানানো যায়।❕
আমাকেও বলতে পারেন আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য  করতে পারব-Feel Free ask me - মেসেঞ্জার  

👉এখন,আপনার মনে হতে পারে, এতসব কাজ কি মোবাইল দিয়ে সম্ভব❓
সব অসম্ভব এমন নয়।মোবাইল দিয়েও সম্ভব যদিও একটু কষ্ট হতে পারে। 

🔰👉এছাড়া আপনি সোশ্যাল মিডিয়ায় এফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারেন, তখন কিন্তু আপনার ভালো মানের একটা পেইজ বা গ্রুপ হলেই হবে।সেখানেও করতে পারেন। তাতে কিন্তু মোবাইল দিয়েই সম্ভব।সো,অসম্ভব বলে কিছু নেই।

পরবতীতে কিছু প্র‍্যাকটিকেল কাজ কিভাবে করে সেটা  নিয়ে লিখব। আশা করি আপনাদের উপকারে লাগবে। 

আমার এই ব্লগে আসার জন্য ধন্যবাদ। 
আবার আসবেন। 
আমাকে ফলো করতে পারেন - Twitter 

👉

Post a Comment

Previous Post Next Post