ফ্রি লাইফটাইম হোস্টিং!!! হাইলি রিকমেন্ডেড!

 হোস্টিংয়ের লাইফটাইম ডিল তেমন সুবিধার হয় না। তাই রিকমেন্ড করার আগে খুব ভেবে-চিন্তে এবং ইউজ করার পর রিকমেন্ড করতে হয়। কীনহোস্ট এরকম একটি হোস্টিং প্রোভাইডার, যাদের সার্ভিস আমি অনেক ভেবে-চিন্তে এবং ইউজ করার পর আপনাদেরকে রিকমেন্ড করছি। সাথে আছে বিশাল অফার। পরে বলতেছি। আগে বলে নিই কেন আমি এটা রিকমেন্ড করছি?


বিস্তারিত ও রেফ লিংক: https://appsumo.8odi.net/BXGyA0

কেন আমি কীন হোস্ট লাইফটাইম ডিল রিকমেন্ড করছি?

কারণ খুব সিম্পল। ইউজ করে আমার ভালো লেগেছে, তাই। দ্বিতীয় কথা হলো- এটা লাইফটাইম ডিল হিসেবে পাচ্ছেন। সাপোর্ট ভালো। সার্ভিস সন্তোষজনক। এসএসএল সার্টিফিকেট পাবেন লাইফটাইম। এসইও অপটিমাইজড হোস্টিং। cPanel পাওয়ার্ড হোস্টিং। সুতরাং সবদিক থেকে চিন্তা করলে কীনহোস্ট অন্যান্য লাইফটাইম ডিল থেকে ফার ফার বেটার। এমনকি রুটপাল; যেটা আগে আমি রিকমেন্ড করেছি, ওটার থেকেও ভালো সার্ভিস পাবেন, ইনশাআল্লাহ। রুটপাল প্লেস্ক প্যানেল ইউজ করে। যেটার থেকে সিপ্যানেল পানেল অনেক স্পীডি এবং ইউজার ইন্টারফেস ভালো ও সহজ।

স্পেসিফিকেশন ও দাম?

২০ জিবি পিওর এসএসডি ডিস্ক স্পেস

১০০ জিবি মান্থলি ব্যান্ডউইডথ

আনলিমিটেড সাব-ডোমেইন

আনলিমিটেড ফ্রি এসএসএল সার্টিফিকেট

আনলিমিটেড এফটিপি একাউন্ট

আনলিমিটেড ই-মেইল একাউন্ট

২টি ওয়েবসাইট হোস্ট

সবমিলে আজীবনের জন্য দাম হচ্ছে ১০০ ডলার। অর্থাৎ এই একশ’ ডলারের বিনিময়ে আপনি আজীবন ইউজ করতে পারবেন। সাইট ফ্লিপ করে ফেললে আগের ডোমেইন পরিবর্তন করে নতুন ডোমেইন এড করে নেয়া যাবে সাপোর্টে কথা বলে।

আর যদি ২টা কোড কেনেন তাহলে ২০০ ডলার লাগবে এবং আপনি ৫টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। স্পেস হবে ৫০ জিবি।

আর যদি ৩টা কোড কেনেন তাহলে ৩০০ ডলার লাগবে এবং ১০টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। স্পেস হবে ১০০ জিবি।

তাহলে যে বলছিলেন ফ্রি লাইফটাইম হোস্টিং!

জ্বি, এটা শুধুমাত্র এই  জন্য। এবং অবশ্যই সীমিত সময় থাকবে অফারটা। আপনি ফ্রিতে পেতে পারবেন।

কীভাবে?

আপনি যদি একটা কোড কেনেন, এবং অ্যাপসুমোতে একটা রিভিউ লিখেন, তাহলে দ্বিতীয় আরেকটা কোড ফ্রি পাবেন। অর্থাৎ বিশাল অফারটা হলো, একটা কোড কিনবেন ১০০ ডলার দিয়ে। তারপর কোড রিডিম করে কীনহোস্টে একাউন্ট করবেন। তারপর অ্যাপসুমোতে রিভিউ লিখবেন এবং সেটার স্ক্রিনশট support@keenhost.com এখানে মেইল করে দেবেন কীনহোস্টে আপনার যে ইমেইল দিয়ে একাউন্ট করেছিলেন সেটাসহ। সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আপনার ফ্রি বোনাস পেয়ে যাবেন। অর্থাৎ ৫টা ওয়েবসাইট এবং ৫০ জিবি হোস্টিং স্পেস প্যাকেজে আপগ্রেট হয়ে যাবে। আর যদি আপনি ৫টা ওয়েবসাইট প্যাকেজ কিনেন, তাহলে সেটা ১০টা ওয়েবসাইট এবং ১০০ জিবি হোস্টিং স্পেস প্যাকেজ হয়ে যাবে।

আরও কিছু জানতে চান?

নিশ্চিন্তে কমেন্ট করতে পারেন কিংবা আমাকে ইনবক্স করে জেনে নিতে পারেন।

ধন্যবাদ, ভালো থাকুন।

Post a Comment

Previous Post Next Post