Deals

অ্যাপসুমোর অসাধারণ কিছু লাইফটাইম ডিল

অনেক দিন পর লিখছি অ্যাপসুমোর অফার নিয়ে। আশা করি সুন্দর একটা লিস্ট দিতে পারবো আপনাদের। আর এরকম লিস্ট আপনাদের ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে নিয়মিত লেখার চেষ্টা করবো।


কথা আর না বাড়িয়ে চলুন আজকের লিস্ট টা দেখা যাক:

১। INBOX: ইমেইল লিড ক্যাপচার এবং মার্কেটিংয়ের জন্য ইনবক্স অসাধারণ একটা টুল। মাত্র ৬৯ ডলার খরচ করে লাইফটাইম এই টুলটা কিনতে পারবেন। মেইলচিম্পের অল্টারনেটিভ ইনবক্স আসলেই অসাধারণ। লিড/কন্ট্যাক্ট কালেক্ট করতে পারবেন ৭৫০০টা। আর প্রতি মাসে ইমেইল সেন্ড করতে পারবেন আনলিমিটেড। এছাড়াও আরও বড় প্যাকেজও আছে। আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এই ডিলটা। চাইলে দেখতে পারেন চেক করে।

বিস্তারিত ও রেফ লিংক: INBOX


২। TypeDesk: অসাধারণ একটা টুল যারা মাল্টিটাস্কিং করতে অভ্যস্ত। একবার সাজিয়ে নিলে বারো ঘণ্টার কাজ ছয় ঘণ্টায় অনায়াসেই করতে পারবেন। জিমেইল, মেসেঞ্জার, ফেসবুক... সর্বত্র টাইপডেস্ক কাজে লাগানো যাবে। বিশেষ করে যাদের ব্যবসায়িক মেইল করতে হয়, লাইভ চ্যাটে সময় দিতে হয়, একই কথা কাস্টমারকে বলতে হয় বারবার, তাদের জন্য এই লাইফটাইম ডিলটা এক কথায় অসাধারণ কাজে দেবে। দাম ৫৯ ডলার বেসিক প্যাকেজ এবং ১১৮ ডলার ফুল স্ট্যাক। আপনি আপনার প্রয়োজনমতো প্যাকেজ কিনতে পারেন দরকার হলে।

বিস্তারিত ও রেফ লিংক: TypeDesk


৩। Social Web Suite: সোশ্যাল পোস্ট শিডিউলার টুল হিসেবে এটা মার্কেটে ইতোমধ্যে সাড়া ফেলেছে। সো যারা এরকম টুল খোঁজ করছেন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন কেনার আগে। আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। একদম পোস্ট ক্রিয়েট করা থেকে শুরু করে শিডিউল, এনালাইজিং, এনালাইটিকস, মনিটরিং... সবই করতে ও দেখতে পারবেন এটা দিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো দাম একদম হাতের নাগালে। মাত্র ৪৯ ডলার দাম এই লাইফটাইম ডিলটার। যদিও আরও ৩৯৯ ডলার দাম হাইয়েস্ট টায়ারের। কিন্তু আমি মনে করি ব্লগারদের জন্য ৪৯ ডলার দামের প্যাকেজটাই যথেষ্ট।

যাদের সোশ্যাল পোস্ট শিডিউলার নিয়ে ধারণা নেই, তাদেরকে সংক্ষেপে বলছি- পোস্ট শিডিউলার অসাধারণ একটা সিস্টেম। ধরুন আপনার সাইটে ৫০টা আর্টিকেল আছে। সেগুলোর জন্য যদি আপনি কোনো সোশ্যাল প্লাটফর্মে নিয়মিত পোস্ট ক্রিয়েট করেন তাহলে বেশ সাড়া পড়বে নিশ্চিত জানুন। তবে কাজটা করতে হবে রেগুলার এবং একটা সার্টেন টাইমে। আর এজন্যই মূলত দরকার পোস্ট শিডিউলার। তাহলেই সর্বাধিক বেনিফিট পেতে পারবেন পাওয়ারফুল সোশ্যাল ট্রাফিক থেকে। বিশেষ করে যারা এডসেন্স বা ইজোয়িক টাইপ প্লাটফর্মের মাধ্যমে নিজের নিস সাইট মনেটাইজ করেন, তাদের জন্য এরকম টুল মেন্ডাটরি।

বিস্তারিত ও রেফ লিংক: SocialWebSuite


৪। Agiled: যারা টিম নিয়ে কাজ করেন এবং টিম মেম্বার এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হিমশিম খাচ্ছেন। মাঝে মাঝে এলোমেলো পাকিয়ে ঝামেলা বেধে যায়, তাদের জন্য অ্যাজাইল্ড হতে পারে চমৎকার একটা সলিউশন। একদম হোয়াইট লেভেল প্লাটফর্মে কাজ করতে পারবেন। দাম ৬৯ ডলার থেকে শুরু করে ৬৯০ ডলার পর্য়ন্ত লাইসেন্স টায়ার ভেদে।

বিস্তারিত ও রেফ লিংক: Agiled


৫। InviteReferrals: বিশেষ করে যারা এফবিএ, ড্রপশিপিং, বা কোনো সাস প্রোডাক্ট, বা সার্ভিস সেল করেন তাদের জন্য এটা একটা চমৎকার টুল। আপনার বিজনেসকে দ্রুত ব্রড করবে এবং কাস্টমার বাড়বে ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে। হুইচ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মার্কেটিং মেথড। সো ট্রাই করতে পারেন।

বিস্তারিত ও রেফ লিংক:InviteRef


৬। Clinked: এই টুলটা মূলত ফ্রিল্যান্সারদের জন্য অসাধারণ একটা টুল। ক্লায়েন্টের সাথে কাজের আপডেট থেকে শুরু করে সবকিছু শেয়ার করার জন্য এই টুলটা অসাধারণ। বিশেষ করে এটা দিয়ে কাজ করার অভ্যাস করলে ক্লায়েন্ট ডাটাবেজও তৈরি হয়ে যায়। যা কিনা একজন ফ্রিল্যান্সারের জন্য খুবই দরকারি।

বিস্তারিত ও রেফ লিংক: Clinked


৭। SpeedPPC: যারা পে পার ক্লিক (পিপিসি) নিয়ে কাজ করেন তাদের জন্য চমৎকার এই টুলটা কাজের গতি, কোয়ালিটি অনেক বাড়িয়ে দিতে সক্ষম। সুতরাং বিশেষ করে পেইড মার্কেটারদের জন্য মাস্ট ইউজ টুল।

বিস্তারিত ও রেফ লিংক: SpeedPPC


৮। MY FUND BOX: এটাও ফ্রিল্যান্সারদের জন্য চমৎকার একটা টুল। ওয়ানটাইম পেমেন্ট থেকে শুরু করে সাবস্ক্রিপশন পেমেন্ট সবই নেয়া সম্ভব এই অসাধারণ টুলটার মাধ্যমে। বিশেষ করে যারা পেমেন্ট গেটওয়ে প্রবলেমের কারণে ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে পারেন না, তাদের জ্য মাই ফান্ড বক্স হতে পারে দারুণ একটা সলিউশন। দামও হাতের নাগালে।

বিস্তারিত ও রেফ লিংক: MyFundBox


৯। Flutin Live: যারা লাইভ প্রোগ্রাম করেন সোশ্যাল প্লাটফর্মে বা এমনিতে সরাসরি, এবং জুম বা স্ট্রিমইয়ার্ড বা এরকম মাধ্যমে পে করতে চাচ্ছেন না কিন্তু ভালো কোয়ালিটি চাচ্ছেন, তারা ফ্লুটিন লাইভ লাইফটাইম ডিলটা নিতে পারেন। নতুন হলেও এটার রিভিউ বেশ ভালো। সুতরাং ট্রাই করতে দোষ দেখি না।

বিস্তারিত ও রেফ লিংক: FlutinLive


১০। LiveWebinar: সিমিলার আরেকটা লাইভ ওয়েবিনার টুল। ক্লায়েন্ট মিটিং থেকে শুরু করে সোশ্যাল গেদারিং লাইভ... সবরকম লাইভ ইভেন্ট/ওয়েবিনার করতে পারেন এটা ইউজ করে। দাম তুলনামূলক বেশি। সেক্ষেত্রে আমি বলবো ফ্লুটিন লাইভ ইউজ করতে।

বিস্তারিত ও রেফ লিংক: LiveWebinar

.

তো সংক্ষেপে এই হলো আজকের আপডেট। কেমন লাগলো এরকম তথ্য? যদি ভালো মনে করেন তাহলে জানান। নিয়মিত আপডেট পাবেন, ইনশাআল্লাহ।

দু'টি তথ্য:

১। অ্যাপসুমো থেকে যে কোনো টুল কিনলে ৬০ দিনের গ্যারান্টেড রিফান্ড পলিসি পাচ্ছেন। সুতরাং চাইলে কিনে ট্রাই করতে পারেন। ৬০ দিনের মধ্যে যখনই রিফান্ড চাইবেন, কোনোরকম প্রশ্ন করা ছাড়াই রিফান্ড দিয়ে দেবে। এক্ষেত্রে অ্যাপসুমোর সুনাম সবচেয়ে বেশি এই সেক্টরে। সুতরাং আপনি নিশ্চিত।

২। যেকোনো টুল কিনতে আমাকে ডিএম করতে পারেন। কমদামি প্রোডাক্টগুলো ১০ ডলার ডিসকাউন্ট করে দিতে পারবো। আর বেশি দামিগুলো ১০% ডিসকাউন্ট ব্যবস্থা করা সম্ভব। সুতরাং চাইলে কেনার আগে নক দিতে পারেন।

বি: দ্র: উপরের প্রত্যেকটা লিংক আমার অ্যাফিলিয়েট/রেফারেল লিংক। সেটা উল্লেখ করে দিচ্ছি। আপনি যদি এসব লিংকে ক্লিক করে কেনেন, তাহলে আমি ছোট একটা কমিশন পাবো। যাতে আপনার কোনো লস নেই। কোনো টুল সংক্রান্ত ব্যাপারে আমার কোনো হেল্পের দরকার হলে আমার অ্যাফিলিয়েট লিংক ইউজ করা বাধ্যতামূলক নয়। তবে আমি চাই, আপনি অবশ্যই কারও না কারও রেফারে কেনেন।

ধন্যবাদ, ভালো থাকুন।