আপনার জীবনে আলো আসবে কোথা থেকে??

একটা খেলায় কে জিতল কে হারল সেটা আমরা জানতে পারি খেলা শেষে। একটা দিন কেমন ছিল, এর বিচার কখন করি? দিনের শেষে।  আপনি সবসময় মনে করবেন আপনি একটা চারকোনা ঘরের মাঝখানে দাঁড়ানো। চারটি কোণা  থেকে আপনার উপর আলোকপাত করতে পারে। এই চারটি কোণা  হলো
দিনের শুরু
দিনের শেষ
জীবনের শুরু
জীবনের শেষ
দিনের শুরুটা আপনি কোথায় করেন? আপনার বাসায়, আপনার পরিবারের সাথে, যেখানে আপনি ইতিমধ্যে একজন শ্রেষ্ঠ বাবা  বা মা, অথবা ভাই বা বোন।
এমন একটা জায়গা থেকে আপনি আপনার দিনটা শুরু করেন যেখানে আপনার নিজেকে নতুন করে শ্রেষ্ঠ প্রমাণ করার কিছু নেই। তাই ঘরের একটা কোণা থেকে আপনার উপরে সবসময় শ্রেষ্ঠত্বের আলো পড়ছে।  দিনের শেষটাও  করেন কিন্তু আপনি সেই পরিবারের সান্নিধ্যে। তাই দিনের শুরু কিংবা শেষ দুটি পর্যায়ে আপনি একজন  শ্রেষ্ঠ মানব
তাই দুই দিক থেকে আপনার এখন আলো আসছে।
এবার আমাদের জীবনের শুরুতে কি হয় তা দেখি চলুন
আমাদের জীবনের শুরুটা হয় কিভাবে জানেন প্রায় 32 কোটি স্প্যাম থেকে একটা হিট করে, সেটা মানুষ হিসেবে জন্ম নেয়। তাই জন্মগতভাবেই আমরা বিজয়ী। তাই এখন আপনার তিনদিন থেকে তিনদিক থেকে আলো আসছে। একটা অংশ শুধু বাকি। জীবনের এই শেষ মুহূর্তে যদি আমরা আমাদের শ্রেষ্ঠ মুহূর্তে কে পুনরায় অনুভব করতে পারি তাহলে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে এই  মুহূর্তেটাই, আমাদের বা আপনার জীবনকে সম্পূর্ণ অর্থপূর্ণ করবেন।

Post a Comment

Previous Post Next Post