google.com, pub-1276776142954344, DIRECT, f08c47fec0942fa0 চাকুরীজীবী না উদ্যোক্তা?-বিস্তারিত জানুন চাকুরীজীবী না উদ্যোক্তা?-বিস্তারিত জানুন

চাকুরীজীবী না উদ্যোক্তা?-বিস্তারিত জানুন



“চাকরী করবো না, চাকরী দেব” – এটা একটা অনুপ্রেরণামূলক শ্লোগান। এখানে কোন দম্ভ বা অহংকার নেই। নেই কোন ক্লেশ, যারা চাকরী করছেন তাঁদের প্রতি।


আমাদের স্কুল কলেজের কোন ছাত্র ছাত্রীদের যদি জিজ্ঞাসা করা হয়, তুমি জীবনে কি হতে চাও? সবার কিছু কমন উত্তর – ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা অথবা বিসিএস। কেউ বলে না যে তিনি উদ্যোক্তা হতে চান! পরিবার থেকেও তেমন ভাবে উৎসাহিত করা হয় না। সব বাবা-মা ই চান তার সন্তানের নিরাপদ জীবন!


“চাকরী করবো না, চাকরী দেব” এই শ্লোগানটা দিয়ে কারো কারো মনে স্বপ্নের আলো জ্বালিয়ে দেয়া সম্ভব। কেউ কেউ হয়ত চাকরী করছেন, কিন্তু তার এমন কিছু পটেনশিয়ালিটি আছে, যে তিনি আরও বেশী কিছু করতে পারেন, সৃষ্টি করতে একটি কোম্পানি এবং অনেক মানুষের কর্মসংস্থান। হয়তো বা কেউ কোনদিন তাকে সেই স্বপ্ন দেখায়নি বা সাহসটি দেননি।


আর চাকরীই বা পাবে কোথায়? দেশে লাখো লাখো বেকার তরুণ! প্রতি বছর লাখো শিক্ষার্থী পাশ করে বের হচ্ছে কিন্তু অল্প ক’জন ছাড়া তাঁদের বেশিরভাগ তরুণদের জন্য কোন চাকরী নেই। তাই বলে তাঁরা বসে থাকবে? বেকার থাকবে? তাঁদেরকে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখাতে হবে। পথ দেখাতে হবে সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয়!


কেউ হয়তো বা চাকরী করছেন, কিন্তু তিনি চাইলেও যে একটা পার্টটাইম ব্যবসা করতে পারেন, এটা কোন দিন তাঁকে কেউ বলেনি। আমার অনেক শিক্ষার্থী আছেন, যারা চাকরীর পাশাপাশি পার্ট টাইম ব্যবসা করে মাসে লাখ টাকা সেল করছেন এবং পরিবারের জন্য বাড়তি আয় করতে পারছেন। সেই রাস্তা আমি তাঁদের দেখিয়েছি।

               ডিজিটাল মার্কেটিং শিখুন আর নিজেই কিছু করুন 


একটা সময় ছিল, যখন মানবজাতি সভ্য হয়ে ওঠেনি। বাড়িঘর-দালানকোঠা তখনও গড়ে ওঠেনি। আমরা বাস করতাম গুহায়। জীবনধারণের জন্য আমাদের ফলমূল সংগ্রহ ও শিকার করতে হত। আমরা পরনির্ভরশীল ছিলাম না, হবার সুযোগও ছিল না। তখন আমরা সবাই ছিলাম উদ্যোক্তা।


সভ্যতা যত এগোতে থাকলো, আমাদের মধ্যকার উদ্যোক্তা কোয়ালিটি গুলো লোপ পেতে থাকলো। আমরা নিরাপদ জীবন বেছে নিলাম। আমরা অন্যের হয়ে কাজ করা শুরু করলাম। অন্যের স্বপ্নের পূরণে নিজেদের উত্সর্গ করতে থাকলাম। আমরা হয়ে গেলাম চাকুরিজীবী।


আপনি, কি হতে চান? চাকুরীজীবী না উদ্যোক্তা?


চাকরী করবো না, চাকরী দেবো - এ শ্লোগান নিয়ে আমাদের কাজ হবে আপনার মনে, স্বপ্নের আলো জ্বালিয়ে দেয়া।


দেশে লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর পাশ করে বের হচ্ছে, এত চাকরী কোথায় পাবে? মানুষ ক’দিন বাঁচে...কিন্তু বেঁচে থাকে তার কর্ম, হউক না ছোট কিছু......


৫ টা বা ১০টা পরিবারের কর্মসংস্থানও যদি আপনি করতে পারেন, আপনি ভালো থাকবেন, ওই পরিবারগুলু ভালো থাকবে, দেশের জন্যও কিছু করা হল।


এখানে সবাই হয়তো উদ্যোক্তা হবেন না বা হতে পারবেন না, কিন্তু যারা নিজের ভিতরে আলোটা একটু বড় দেখতে পাবেন এবং আপনার ভিতরে ঘুমিয়ে থাকা স্বপ্নকে আমি জাগিয়ে তুলবো, যারা জেগে উঠবেন তাঁদেরকে আর কেউ আটকাতে পারবে না।


Post a Comment

Previous Post Next Post