বন্ধু মারা গিয়েছে কিন্তু তার এক বছরের পেমেন্ট করে যাওয়া পর্নোগ্রাফি সাইটের মেইল নিয়মিত রাত ১২ টায় এখনো আসে৷
দুইটি মেইল দেওয়া যায় বিধায় খুব কাছের বন্ধুকেও ফ্রিতে পর্নোগ্রাফি দেখানোর জন্য বন্ধুর মেইল ওয়েবসাইটে দিয়েছিলো। এরপর থেকে সেও নিয়মিত পর্নোগ্রাফির ভিডিও পায়৷
পৃথিবী থেকে চলে গেলেও বন্ধুটি কি সুন্দরভাবে পাপের দরজা খোলা রেখে গিয়েছে। আর যে বন্ধুটি বেঁচে আছে সেও নিয়মিত অনুশোচনায় দগ্ধ হয়৷
আমরা অনেক সময় না বুঝেই পাপের বীজ বপন করি আর সে বীজ আমাদের অনুপস্থিতিতেও মহীরুহে রূপ নেয়।
ইদানীং দেখছি ইজি মানির লোভে অনেকেই টিকটিক বা এই ধরনের বিভিন্ন ভিডিও শেয়ারিং এপ্স রেফার করছে।
টিকটিক হারাম না কি হালাল সে প্রশ্নে যাবো না কিন্তু মুফতি মেঙ্ক ও তারেক মাসুদসহ আরো কিছু বিখ্যাত আলেমেদের মতে টিকটকের অধিকাংশ কন্টেন্ট মুসলিম হিসেবে দেখা হারাম৷
টিকটকে যাকে রেফার করছি সে যে হারাম কন্টেন্ট গুলো দেখবে না তার গ্যারান্টি নাই! যদি হারাম কিছু দেখে থাকে রেফারকারী হিসেবে আমিও পাপের ভাগীদার। এবং সে অন্য কাউকে রেফার করলে সে ভাগীদারও আমিই। অর্থাৎ রেফার করা মানে একটি পাপের বীজ বপন করা।
আমি আপনি সাময়িকের জন্য যে ইজি মানির পেছনে ছুটছি আল্লাহ চাইলে তার কয়েকগুণ বেশি উপার্জন করতে পারবো কিন্তু চাইলেই পাপের বীজ বপন করা গাছটি কেটে ফেলতে পারবো না।
আল্লাহ না করুক, আমার আপনার অবস্থা যেনো পর্নোগ্রাফি ভিডিও সাইট শেয়ার করা বন্ধুদের মতো না হয়৷
ইজি মানির জন্য হারাম বৃক্ষের বীজ বপন না করে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতিতেই বিশ্বাস করা মুসলিমের জন্য অধিক কল্যাণকর। কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন--
"জমিনের ওপর বিচরণশীল সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর" (সুরা হুদ-৬)
Post a Comment