সোশ্যাল মিডিয়া মার্কেটিং অটোমেশন টুল!

মাত্র একটা টুলের সাহায্যেই করতে পারবেন যাবতীয় সোশ্যাল মিডিয়ার মার্কেটিং কাজ!


অর্থাৎ এই টুলটি হচ্ছে মূলত Hootsuite + Canva + Copy.ai এর সম্মিলিত একটা অটোমেশন টুল।


টুলটার নাম Ocoya বা ওকোয়া। বর্তমানে Appsumo-তে টুলটির চলছে লাইফটাইম ডিল অফার। মানে একবার কিনে আজীবন ইউজ করার ব্যবস্থা।

বিস্তারিত :   Ocoya Details


আমি এখানে সংক্ষেপে লিখছি ফিচারসমূহ:

ওকোয়া টুলটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন, সেটা সংক্ষেপে যদি বলি তাহলে বলতে হয় এভাবে: এখানের অটোমেটিক রাইটিং টুল দিয়ে লিখতে পারবেন। তারপর সেটার জন্য প্রয়োজনীয় ইমেজ এখানে খুঁজে পাবেন। ইমেজটার প্রয়োজনীয় এডিটও এখান থেকেই করতে পারবেন। তারপর সেই লেখা এবং ইমেজ অটোমেটিক্যালি আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন: ফেসবুক, টুইটার, লিংকডইন, ইনস্টাগ্রাম, পিনটারেস্ট... ইত্যাদিতে পোস্ট করে দিতে পারবেন। কিংবা শিডিউল করে দিতে পারবেন কখন পোস্ট হবে।


না, প্রত্যেকটা সোশ্যাল একাউন্টের জন্য আলাদা আলাদা ইমেজ বানাতে হবে না। একটা বানালেই হবে। বাকিগুলোর মাপমতো অটো রিসাইজ করে নেবে ওকোয়া।


কী, চমৎকার না?


আপনি যদি সোশ্যাল নেটওয়ার্ককে আরও স্ট্রং করতে চান, ট্রাফিক সোর্স কাজে লাগিয়ে সাইটে ট্রাফিক ফ্লো বাড়াতে চান, তাহলে বলবো ওকোয়া চমৎকার একটা টুল আপনার জন্য।


দাম কত?

প্যাকেজ ভেদে ওকোয়ার দাম ৫৯ ডলার থেকে ১১৮০ ডলার। তবে আমাদের মতো নিস সাইট অউনারের জন্য ৫৯ ডলারের প্যাকেজটাই যথেষ্ট বলে মনে করি। কিংবা সর্বোচ্চ ১১৮ ডলারের প্যাকেজ। এরচেয়ে বড় প্যাকেজ দরকার নেই।


বড় প্যাকেজগুলো মূলত এজেন্সির জন্য। যারা সার্ভিস প্রোভাইড করেন এই সংক্রান্ত কাজের। ওগুলোতে হোয়াইট লেভেল রিপোর্ট এবং এপিআই ইউজ করার ব্যবস্থা আছে।


কেনার আগে আরও ভালো করে পড়ে-জেনে-শুনে-বুঝে কিনবেন যে, টুলটা আসলেই দরকার কিনা আপনার।


কিংবা চাইলে এখুনি কিনে নিতে পারেন। কারন ভালো না লাগলে ৬০ দিনের মধ্যে কোনোরকম প্রশ্ন জিজ্ঞাসা করা ছাড়াই পুরো টাকা রিফান্ড নিতে পারবেন।


সবাই ভালো থাকুন।


Post a Comment

Previous Post Next Post