কনটেন্ট অপটিমাইজার আউটরেংকিং টুল কেন দরকার?

বর্তমানে সময়ে গুগল কনটেন্টকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই কনটেন্ট তথা আর্টিকেল হতে হয় সর্বাধিক বস্তুনিষ্ঠ, তথ্যবহুল, অপটিমাইজিং এবং ক্লাস্টারিংসমৃদ্ধ। ক্লাস্টারিং করলে গুগলে দ্রুত কীওয়ার্ড পিক হয় এবং এলএসআই তথা লংটেইল কীওয়ার্ডগুলো দ্রুত রেংক হয়, খুব সহজে।

এই যাবতীয় কাজগুলো আপনি করতে পারবেন একটা টুল দিয়ে। সেটাই আউটরেংকিং (OutRanking).

বিস্তারিত  লিংক:  appsumo.8odi.net/x9NGRA

গ্রুপ বায় করা প্রসংগে:

অনেকে বাজেট স্বল্পতার কারণে টুলগুলো প্রয়োজন থাকলেও কেনার কথা ভাবতে পারেন না। গ্রুপ করে কিনতে চান। যদিও আমি গ্রুপ বায় করাটাকে সাপোর্ট করি না। আনইথিক্যাল হওয়ার কারণে। তবে আউটরেংকিং গ্রুপ বায় করতে পারবেন লিগ্যালি। এইজন্য প্রসংগটা আনলাম।


অ্যাপসুমোর লাইফটাইম ডিলে আউটরেংকিংয়ের এখন অফার চলছে। এটার License Tier 3 প্যাকেজটা ১০ জন মিলে ইউজ করতে পারবেন। এই প্যাকেজের মূল্য ১৯৯ ডলার। তবে এটা আমি ১৩০ ডলারে কেনার ব্যবস্থা করে দিতে পারবো। আগ্রহী হলে যোগাযোগ করবেন।


তবে এটা ১০ জন মিলে ইউজ করা গেলেও আমার পরামর্শ সর্বোচ্চ পাঁচজন মিলে কিনবেন। তাতে করে ২৬ ডলার করে খরচ পড়বে। একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি। কারণ মাত্র ২৬ ডলারের বিনিময়ে আপনি আজীবন ইউজ করতে পারবেন টুলটা। অবশ্য একা কিনতে পারলে আরও ভালো। ৬৯ ডলারের একটা প্যাকেজ আছে। একজন ইউজারকারির জন্য এটা যথেষ্ট। প্রতি মাসে ৫০টা করে আর্টিকেল অপটিমাইজ করতে পারবেন। কীওয়ার্ড রিসার্চ, আর্টিকেল রাইটিং ফিচারতো থাকছেই সাথে।

আউটরেংকিং ফিচার

এবার আসি টুলটার ফিচারের ব্যাপারে। ফিচার যথেষ্ট আছে। এক কথায় বলতে গেলে টুলটা দিয়ে অনপেজ এসইওটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। আশা করি এতোটুকুই আপনার জন্য যথেষ্ট।


টুলটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে কিংবা এখানে কমেন্ট সেকশনে করতে পারেন।


ধন্যবাদ, ভালো থাকুন সবাই।

Post a Comment

Previous Post Next Post