লাইফটাইম কন্টেট তৈরির সমাধানে বেস্ট টুলস : WriteZen Lifetime deal -Easy content Maker for Seo

 WriterZen লাইফটাইম ডিল আবার আসছে ! 

WriterZen হলো অল-ইন-ওয়ান কনটেন্ট ক্রিয়েশন টুলস। 

একাধারে টপিক-রিসার্চ,  কিওয়ার্ড রিসার্চ,  অল ইন টাইটেল রিসার্চ,  কন্টেন ক্রিয়েশন,  কন্টেন অপটিমাইজেশন,  প্লাজিয়ারিজম চেকার!  


এই LTD ডিল আবার এসেছে, সময় থাকতে নিয়ে নিতে পারেন। লাইফ টাইম ডিল টি লাইভ হবে ( ০৬-০৯-২০২১ ) 

লিংক বুকমার্ক করে রাখতে পারেন।  -  http://jamilhossain.com/writerzen

WriterZen  মেইন ফিচার : 

  • Topic Discovery ( টপিক রিসার্চ + ক্লাস্টারিং)
  • Keyword Explorer ( insights + Cluster + Trends) 
  • Content Creator ( Outline + Competitor Research + Optimization) 
  • Plagiarism Checker
  • Keyword Importer
  • Google NLP 

যেকোনো একটা সিড কিওয়ার্ড দিয়ে আপনি একটা টপিকের in-depth রিসার্চ করতে পারবেন এবং সেটার অটোমেটিকভাবে ক্লাস্টার তৈরি করতে পারবেন। 

.Keyword Explorer : একটা স্পেসিফিক কিওয়ার্ডের জন্য কতগুলা কনটেন্ট দিলে সেই কিবোর্ডটা রং করা যাবে এটা বুঝা যায় শুধুমাত্র ক্লাস্টার করার মাধ্যমে!  এই কাজটা করতে  প্রচুর সময় নষ্ট হয় সেই জিনিসটাই এখানে অটোমেটিকভাবে করতে পারবেন। 

.এখানে আপনি যে ডাটা গুলো দেখতে পারবেন ব্যাকলিংক কিংবা ডোমেইন ইউআরএল রেটিং গুলো সবগুলো AHREFS এর ডেটা। 

.গুগোল ট্রেন্ডস,  পিপল আলসো আকস,  গুগোল অটোসাজেশন,  কিওয়ার্ড বাই প্রিপজিশন - সব কিছু এক জায়গায় পাবেন ! 

রাইটারজেন লাইফটাইম ডীলে যা যা থাকছে 

  • Keyword lookup: ৭৫ কি-ওয়ার্ড প্রতিদিন 
  • Topic lookup: ৭৫ টপিক প্রতিদিন  
  • All-in title checker: ৪0,000 কি-ওয়ার্ড প্রতিমাস 
  • Content brief: ৭০ আর্টিকেল প্রতিমাস  
  • Keyword import: একসাথে ৭০০০ কি-ওয়ার্ড ইম্পোর্ট করা যাবে
  • Plagiarism Checker: ৪০,০০০ ওয়ার্ডস প্রতিদিন , প্রতিবারে ৭০০০ ওয়ার্ডস চেক করা যাবে 


  • Save your keywords to your personal keyword database: 50 keywords
  • SERPs overview : Ahrefs data
  • Insights segmentation (Grouping keywords by user's search intent)
  • Full export function for data, insights & cluster
  • Golden scale keyword filtering
  • Sales per keyword simulation (ESKP)
  • Competitors headlines generators
  • Report sharable links
  • Import content from multiple sources


পার্সোনাল অপিনিয়ন : 

আমি পার্সোনালি জুন মাস থেকে রাইটারজেন এর ব্যবহার করছি, শুধুমাত্র রিভিউর জন্য না এটা আসলেই এই বছরের সেরা লাইফ টাইম ডিল বলা যায়। এই টুলসটা এখন ডেইলি বেসিসে ব্যবহার করা হচ্ছে। যেই কাজে ব্যবহার করি - 


Srmrush কিংবা Ahhrefs এর কি-ওয়ার্ড এর ডাটাবেস নিয়ে এখানে ক্লাস্টারিং করার জন্য 

Keyword এর ইন্ডেপ্ত রিসার্চ করার জন্য

কনটেন্ট এর আউটলাইন তৈরি করার জন্য 

Plagiarism চেক করার জন্য ( অলমোস্ট Copyscape প্রিমিয়াম এর সাথে তুলনা করা যায়) 


এটা কি আপনার নেয়া উচিৎ ?

১০০% নেয়া উচিৎ , আমার দেখা বেস্ট টুলস।  বলা হচ্ছে এটা ভবিষ্যতে ahrefs এর  সাথে পাল্লা দিবে। 


এই প্রোডাক্ট নিয়ে যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট কিংবা ম্যাসেজ দিতে পারেন!

ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post