OCOYA: কি All-in-one কনটেন্ট মার্কেটিং টুলস?

OCOYA কি ?

OCOYA কনটেন্ট ম্যানেজমেন্ট  টুলস যেটা একইসাথে, কনটেন্ট ক্রিয়েট করা + ক্যাপশন লিখা + শিডিউল করার কাজে দেয়। 


এক কথায় OCOYA = Canva (পোস্ট ক্রিয়েট) + Jarvis Ai ( তাদের টার নাম টার্ভিস) + Hootsuite! 

OCOYA এর বেনেফিটস গুলো কি কি ?

  • কনটেন্ট বানানো যাবে ( canva এর মত) 
  • ক্যাপশন জেনারেট করা যাবে  ( AI tools  CA/RTR এর মত) 
  • পোস্ট শিডিউল করে রাখা যাবে ( Publer / Hootsuite এর মত) 
  • এনালাইটিক্স থেকে কোন পোস্ট ভালো রেসপন্স করছে সেটা দেখা যাবে। 
  • বোনাস - Hashtags জেনারেট করা। 


OCOYA কেন প্রয়োজন ? 


কনটেন্ট দ্রুত ইনডেক্স করার জন্য! কিভাবে ? নিছে বলছি - 


বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুবই কাজে দেয়,  শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং না,  আপনার নিশ সাইটের কনটেন্ট দ্রুত ইনডেক্স করার জন্য সোশ্যাল শেয়ার প্রয়োজন! 


একটা সময় ছিল পোস্ট করলে সাথে সাথে ইনডেক্স হয়ে যেত। এখন ইন্ডেক্স হতে বেশ সময় নেয়। দ্রুত ইনডেক্স করার জন্য সহজ তিনটি ধাপ : 

  1. কনটেন্ট ইন্টারনাল লিংকিং করা 
  2. পাবলি শকরার পর সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা
  3. লিংক - এপিআই কি কিনবা মেনুয়ালি ওয়েবমাস্টারে গিয়ে সাবমিট করা


OCOYA - যে সব সোশ্যাল সাইট সাফোর্ট করেঃ

Facebook, Instagram, Twitter, LinkedIn, Shopify


তাদের রোডম্যাপে আরো বেশ কিছু সাইট এড করা ,যেগুলো খুব শীঘ্রই আসবেঃ- 

Pinterest, TikTok  , Etsy integrations এছাড়া আপনি চাইলে  OCOYA  সাথে Canva, Buffer, Hootsuite ইন্টিগ্রেশন করতে পারবেন..  

OCOYA দাম কত ?

তাদের মেইজ প্যাকেজ এর মাসিক সাবস্ক্রিপশন $49 ডলার যেখানে ১০ টা সোশ্যাল সাইট ব্যবহার করা যাবে।  

Appsumo Lifetime Deal নিলে সেটা পড়বে $59 ডলার।


কিন্তু আপনি যদি বড় প্যাকেজ নেয়ার চিন্তা করেন Gold Plan ( 30 Social Media profile) বা Diamond Plan ( 100 Porfile) তাহলে Appsumo থেকে না নিয়ে  Dealify থেকে নেয়া বেটার এতে করে আপনার প্যাকেজ ভেদে ৮- ১৮০ ডলার পর্যন্ত সেভ করতে পারবেন । 


তো OCOYA কি আপনার নেয়া উচিৎ? 

হ্যাঁ এবং না,


কেন নিবেন এই LTD ডিল ? 

আপনার যদি বর্তমান সাইট থাকে এবং সোশ্যাল শেয়ার করার প্রোয়জন হয় 

আপনার হাতে সময় কম, একসাথে শিডিউল করা দরকার 

ম্যানুয়িলি সব সাইটে লগ-ইন করে কাজ করতে যদি আপনার ভালো না লাগে

আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে থাকেন 


কেন নিবেন না  ?

আপনার কোন সাইট নাই , বা শুরু করেন নাই

অনেক বেশি সোশাল সাইট নাই 

ম্যানুয়িলি করার মত হাতে সময় থাকলে 



সর্বশেষ বলব,  লাইফটাইম ডিলস অনেক আসবে অনেক যাবে। আপনাকে দেখে শুনে বুঝে আপনার বিজনেসের জন্য প্রয়োজন মনে 

করলেই একমাত্র নিবেন। এছাড়া শুধু শুধু প্রোডাক্ট কিনে রেখে দিয়ে কোন কাজে দিবে না।



লিংকঃ  Appsumo:  http://appsumo.8odi.net/ORmAXK

যদি বড় প্যাকেজ নেন তাহলে Delify: 

http://jamilhossain.com/ocoya2

Read more-   সোশ্যাল মিডিয়া মার্কেটিং অটোমেশন টুল!

আমি নিজে ব্যবহার করছি , বেশ কাজের টুলস মনে হয়েছে ( আগে Publer ব্যবহার করতাম)। প্রোডাক্ট এখনো ডেভ্লেপমেন্ট পর্যায়ে আছে। তাদের রোড-ম্যাপ চেক করে দেখতে পারেন। 

এই প্রোডাক্ট নিয়ে যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট কিংবা ম্যাসেজ দিতে পারেন! 


ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post