আগেই ভাবতে হবে

#Before_Graduation

বয়স ২৩/২৪ হয়ে গিয়েছে গ্রাজুয়েশন শেষ কিন্তু এখনো দশজন মানুষের সামনে দড়িয়ে কথা বলতে পারেন না? একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারেন না? একটা এক্সলের শিট তৈরি করতে পারেন না?  একটা সিভি তৈরি করতে পারেন না?

তাহলে ভাই বলতে হবে আপনার এই ২৩/২৪ বছরের ষোল আনাই বৃথা। তাহলে চলুন জেনে নেয়া যাক গ্রাজুয়েশন শেষের আগেই কি কি  আপনার না থাকলেই নয়।

#ব্যাংক_একাউন্টঃ ছাত্র অবস্থাতেই অনেকে বর্তমানে আয় করছে এবং তাদের ব্যাংক একাউন্টে বেশ ভালো পরিমাণে অর্থও আছে। কিন্তু এতে আপনার মাথা ব্যাথা নেই। করণ আপনি আয় করেন না সুতরাং আপনার ব্যাংক একাউন্টও লাগে না তাই না? ভুলের মধ্যে আছেন। একটা ব্যাংক একাউন্ট করে ফেলুন। টাকা ইনকাম করুন আর না করুন একটা ব্যাংক একাউন্ট থাকলে ইনকাম করার ইচ্ছা তৈরি হবে।

#পাসপোর্টঃ বিদেশে ভ্রমণ করুন আর নাই করুন একটা পাসপোর্ট বানিয়ে ফেলুন। অনেক কাজে লাগবে। বাহিরের দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স করার জন্য অনেক সময় ফুল স্কলারশিপের বিভিন্ন অফার থাকে। তখন সেখানে এপ্লাই করতে গেলে আপনার পাসপোর্ট নম্বর প্রয়োজন চাইবে তারা। হতে পারে আপনার যোগ্যতা আছে সেই কোর্সটি করার কিন্তু শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে আবেদন করতে পারলেন না। জীবনের সবচেয়ে বড় আফসোস। সারা জীবন আফসোস করেও কাজ হবে না।

#Power_Point: করপোরেট  লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। খুব সহজেই ইউটিউবে কিছু ভিডিও দেখলেই শিখে ফেলা সম্ভব। কিন্তু না,আমরা তো শিখবো না কারণ এটিও আমাকে আমার অফিস শিখাবে তাই না?

#Excel: খুবই গুরুত্বপূর্ণ দাদা। যদি না পারেন তবে শিখে ফেলুন এই ছুটিতেই। এই গ্রুপের এডমিন আমার প্রিয় বড় ভাই  Russel A Kawser ভাইয়ের পোস্ট রয়েছে এই বিষয়ে সেগুলো দেখতে পারেন। অনেক কিছুই শিখতে পারবেন সেখান থেকে।

#ফরমাল_এপ্লিকেশন_বা_ইমেইলঃ ভাইরে ভাই স্কুল কলেজে ১০-১২ বছর এপ্লিকেশন লিখা শিখার পরেও ভার্সিটিতে উঠে  একটা এপ্লিকেশন লিখতে বন্ধুর হাত পা ধরা লাগে। এমন দুই-একজন বন্ধু হয়তো আপনিও পেয়েছেন। এইটা আমি বলবো জীবনের অনেক বড় একটি ব্যার্থতা। আর অফিসায়ল ই-মেইল যদি না জেনে থাকেন তবে জেনে নিন এখুনি। এই ডিজিটাল দুনিয়ায় কিছুদিন পরে এটি ছাড়া আর কোন উপায় থাকবে না।

#পাবলিক_স্পিকিংঃ গ্রাজুয়েশন শেষ,চাকরিও পেয়ে গিয়েছেন অভিনন্দন আপনাকে। এখন চাকরির প্রথম দিনই আপনার বস আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে সবার সামনে একটা ৫মিনিটের বক্তৃতা দিতে বললেন। কিন্তু আপনি বক্তৃতা দিবেন কিভাবে আপনি কি বক্তা নাকি? জনাব এরকম ছোটখাটো বক্তৃতা দিতে বক্তা হওয়া লাগে না। পাবলিক স্পিকিং স্কিল থাকলেই যথেষ্ট। আর এই স্কিল তৈরি করে দেয় আপনার ভার্সিটি বা কলেজের বিতর্ক ক্লাব। তাই ক্লাবের ব্যাপারে যদি উদাসিনতা থাকে তাহলে তা এখনই পরিবর্তন করে ক্লাবিং শুরু করুন। কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনের ক্লাবের গুরুত্ব নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত লিখবো যদি আপনাদের সাড়া পাই তবে।

#সিভি_তৈরিঃ এইটা যদি আপনার না থাকে তাহলে দাদা আপনি যে কতোটা পিছিয়ে আছেন তা ভাবতেও পারবেন না। বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় যেই ভুলটা করে তা হচ্ছে তারা তাদের ভার্সিটির বড় ভাই বা আপুর সিভিটা কপি-পেস্ট করেন। শুধুমাত্র নামটা পরিবর্তন করে সবগুলো পার্ট সেইম রাখেন। এমন অনেকগুলো পার্ট রয়েছে যেগুলো আপনার সাথে রিলেটেড না কিন্তু তাও আপনি দিয়ে দিয়েছেন। শুধু এই ভুলই নয় সিভি সম্পর্কিত আরো অনেক ধরনের ভুল রয়েছ আমাদের মাঝে। সিভি নিয়ে পরবর্তীতে লিখার ইচ্ছা আছে যদি আপনারা পড়ার ইচ্ছা প্রকাশ করেন তাহলে।

উপরের যদি কোন একটি বিষয়ের উপরেও  আপনার দক্ষতা না থাকে তাহলে তা শিখা শুরু করে দিন আজই। এই স্কিলগুলো বর্তমান যুগে থাকা কতোটা যে জরুরী তা করপোরেট দুনিয়ায় প্রবেশ করার আগ পর্যন্ত বুঝবেন না। উপরের কোন কোন স্কিলে দক্ষতা রয়েছে আপনার? হতে পারে আপনার মাধ্যমেই অন্যকেউ শিখতে পারবেন। তাই এখুনি জানিয়ে দিন কমেন্ট বক্সে।

#Skill_Development #Self_Development #CV #Power_Point #Excel #E_mail #Students #Graduation

Post a Comment

Previous Post Next Post